?Rokto joba ?shyma Sangeet ?
রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়
রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়l
মাগো একটু দয়া করো গো আমায়
ওমা একটু দয়া করো গো আমায়
রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়
রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়l
মাগো একটু দয়া করো গো আমায়
ওমা একটু দয়া করো গো আমায়
শ্যামা মা তারা মা
জয় জয় মা কালি মা।।
শ্যামা মা তারা মা
জয় জয় মা কালি মা।।
তারাপীঠের তারা তুমি কালিঘাটের কালি
আর দক্ষিণেশ্বরে তোমায় ভবতারিণী বলি।
তারাপীঠের তারা তুমি কালিঘাটের কালি
আর দক্ষিণেশ্বরে তোমায় ভবতারিণী বলি।
শত রুপে বিরাজিছ অপার মহিমায়।
শত রুপে বিরাজিছ অপার মহিমায়।
মাগো একটু দয়া করো গো আমায়
ওমা একটু দয়া করো গো আমায়।।
শ্যামা মা তারা মা
জয় জয় মা কালি মা।।
মাতৃ রূপে জগৎ টারে পালন করো মাতা
আবার শক্তি রুপে খড়গ হাতে তুমিই পরিত্রাতা।
মাতৃ রূপে জগৎ টারে পালন করো মাতা
আবার শক্তি রুপে খড়গ হাতে তুমিই পরিত্রাতা
শান্তি মেলে মন্দিরেতে তোমারই পূজায়,
শান্তি মেলে মন্দিরেতে তোমারই পূজায়,
মাগো একটু দয়া করো গো আমায়
রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়
রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়
মাগো একটু দয়া করো গো আমায়
ওমা একটু দয়া করো গো আমায়
শ্যামা মা তারা মা
জয় জয় মা কালি মা।।
শ্যামা মা তারা মা
জয় জয় মা কালি মা।।
সমাপ্ত