(M)বছর বছর আসতে হবে?
তোমায় দুর্গা মা।?
দশভুজায় সাজতে হবে
তোমায় দূর্গা মা।?
(F)হৈ..বছর বছর আসতে হবে
তোমায় দূর্গা মা।?
দশভুজায় সাজতে হবে
তোমায় দূর্গা মা।?
(M)ঢাকে পড়বে কাঠি?
পুজো জমজমাটি।?
ঢাকে পড়বে কাঠি?
পুজো জমজমাটি।?
মাগো জগৎ জুড়ে?
তোমার মহিমা।?
(F)তোমার আমার সবার ঘরে
আসবে দুর্গা মা।?
(M)বছর বছর আসতে হবে
তোমায় দূর্গা মা।?
(M+F)দুর্গা মা দুর্গা মা
দুর্গা মা দুর্গা মা।?
দুর্গা মা দূর্গা মা?
দুর্গা মা দূর্গা মা।?
(F)ষষ্ঠীতে মায়ের বোধন?
সপ্তমীতে অবগাহন।?
(M)অষ্টমীর অঞ্জলি দিয়ে?
সন্ধিপুজোর হবে আয়োজন।
(F)ঢাকে পড়বে কাঠি?
পুজো জমজমাটি।?
ঢাকে পড়বে কাঠি?
পুজো জমজমাটি।?
মাগো জগৎ জুড়ে?
তোমার মহিমা।?
(M)শারদীয়ায় সবার ঘরে?
আসবে দুর্গা মা।?
(M+F)হৈ..বছর বছর আসতে হবে
তোমায় দূর্গা মা।?
বলো দূগ্গা মাইকি
জয়....
আরে বলো দুগ্গা মাইকি
জয়...
(M)নবমীর ভোগ প্রসাদে
পরান ভরে সুখের স্বাদে।
(F)দশমীর বিদায় বেলাতে
সিঁদূর খেলায় মন কাঁদে।?
(M)ঢাকে পড়বে কাঠি?
পুজো জমজমাটি।?
ঢাকে পড়বে কাঠি
পুজো জমজমাটি।
মাগো জগৎ জুড়ে
তোমার মহিমা।
(M+F)আসছে বছর আবার ফিরে
এসো দুর্গা মা।
(M)হৈ..বছর বছর আসতে হবে
(M+F)তোমায় দূর্গা মা।?
দূর্গা মা দুর্গা মা
দুর্গা মা দুর্গা মা।
দুর্গা মা দুর্গা মা
দুর্গা মা দুর্গা মা।
শুভ শারদীয়ার
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
এবার পুজো সবার
ভালো কাটুক