huatong
huatong
avatar

Valobasha Hoye Gele

aktarhuatong
🐰⃝❤𝑨𝒌𝒕𝒂𝒓.𝑯❤⃝🕊𝑱𝑴𝑪💖⃝🇧🇩huatong
الكلمات
التسجيلات
শিরোনামঃ ভালোবাসা হয়ে গেলে

মুভি - নগর মাস্তান

শিল্পী - পলাশ ও বেবি নাজনীন

মেয়েঃ ভালোবাসা, হয়ে গেলে

ভালোবাসা.. হয়ে গেলে

দুরে থাকা দায়.....

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

ছেলেঃ ভালোবাসা, হয়ে গেলে

ভালোবাসা.. হয়ে গেলে

দুরে থাকা দায়.....

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

মেয়েঃ হয়ে গেলো হয়ে গেলো বলো একি

আমার মাঝে সারাক্ষণ ই তোমায় দেখি..

ছেলেঃ হয়ে গেলো হয়ে গেলো বলো একি

আমার মাঝে সারাক্ষণ ই তোমায় দেখি..

মেয়েঃ নাইবা যদি, ভালোবাসো

নাইবা যদি.. স্বপ্নে আসো

চোখ দুটো অন্ধ হয়ে যায়...

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

ছেলেঃ হা, ভালোবাসা, হয়ে গেলে

মেয়েঃ ভালোবাসা.. হয়ে গেলে

ছেলেঃ দুরে থাকা দায়.....

মেয়েঃ পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

ছেলেঃ হা, পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

ছায়ার মতো থাকবো তোমার সাথে সাথে..

মেয়েঃ ঘুমের ঘোরে জাগরনে, দিনে রাতে

ও, ছায়ার মতো থাকবো তোমার সাথে সাথে..

ছেলেঃ একটু তুমি, গেলে দুরে

প্রান পাখি টা.. যাই রে উড়ে

নিশ্বাস টা বন্ধ হয়ে যায়....

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

মেয়েঃ ভালোবাসা, হয়ে গেলে

ছেলেঃ ভালোবাসা.. হয়ে গেলে

মেয়েঃ দুরে থাকা দায়.....

ছেলেঃ আহা, পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

মেয়েঃ পলক পড়ার আগেই এখন মন তোমাকে চাই

المزيد من aktar

عرض الجميعlogo

قد يعجبك

Valobasha Hoye Gele لـ aktar - الكلمات والمقاطع