huatong
huatong
amit-kumarasha-bosle-kajal-kore-rakhbo-cover-image

Kajal Kore Rakhbo

Amit Kumar/Asha Boslehuatong
lili13880623837huatong
الكلمات
التسجيلات
কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে

কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে

গাইবো আমি শুনবে তুমি

আর যেনো গো কেউ না শোনে

গাইবো আমি শুনবে তুমি

আর যেনো গো কেউ না শোনে

কাজল করে রেখো আমায়

রেখো তোমার চোখের কোণে

কাজল করে রেখো আমায়

রেখো তোমার চোখের কোণে

গাইবে তুমি শুনবো আমি

আর যেনো গো কেউ না শোনে

গাইবে তুমি শুনবো আমি

আর যেনো গো কেউ না শোনে

কাজল করে রেখো আমায়

রেখো তোমার চোখের কোণে

কাজল করে রেখো আমায়

রেখো তোমার চোখের কোণে

মনের কথা মনেই থাকে

খুলে কি বলা যায়,

সবাই বলে প্রেমের পথে

কাটা লাগে পায়

মনের কথা মনেই থাকে

খুলে কি বলা যায়,

সবাই বলে প্রেমের পথে

কাটা লাগে পায়

ছাড়ো ছাড়ো ওসব কথা

কি লাভ কথারি চাল গুনে,

ছাড়ো ছাড়ো ওসব কথা

কি লাভ কথারি চাল গুনে,

কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে

কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে

দিন কেটে যায় রাত কাটেনা

প্রেমে বড় জ্বালা,

তাই ভেবেছি তোমার নামে

পড়বো গলায় মালা।

দিন কেটে যায় রাত কাটেনা

প্রেমে বড় জ্বালা,

তাই ভেবেছি তোমার নামে

পড়বো গলায় মালা।

নামের মালা পড়লে গলায়

কাটবে রাত প্রহর গুণে,

নামের মালা পড়লে গলায়

কাটবে রাত প্রহর গুণে

কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে

কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে

আঁখির কাজল গলার মালা

আর কি কি বানাবে,

তোমার পাশে আমায় ছাড়া

আর কা'কে মানাবে।

আঁখির কাজল গলার মালা

আর কি কি বানাবে,

তোমার পাশে আমায় ছাড়া

আর কা'কে মানাবে।

এখন কিছু হবেনাতো

যা হবার হবে ফাগুনে

এখন কিছু হবেনাতো

যা হবার হবে ফাগুনে

কাজল করে রেখো আমায়

রেখো তোমার চোখের কোণে

কাজল করে রেখো আমায়

রেখো তোমার চোখের কোণে

গাইবে তুমি শুনবো আমি

আর যেনো গো কেউ না শোনে

গাইবে তুমি শুনবো আমি

আর যেনো গো কেউ না শোনে

কাজল করে রাখবো তোমায়

রাখবো আমার চোখের কোণে।

ধন্যবাদ

المزيد من Amit Kumar/Asha Bosle

عرض الجميعlogo

قد يعجبك