huatong
huatong
amit-kumar-ami-eka-boro-eka-cover-image

আমি একা বড় একা - Ami Eka Boro Eka

Amit Kumarhuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
الكلمات
التسجيلات
গানের কথাঃ আমি একা বড় একা,আমার আপন কেউ নেই...

গানঃ ভারতীয় বাংলা,

শিল্পীঃ অমিত কুমার,

-----------------

বাংলা সঙ্গীত একাডেমী...

-----------------

আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,

আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,

আশা নেই,আলো নেই,শুধু যে আঘাত সবেতেই,

আমার আপন কেউ নেই,

আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,

Music

ও বিধাতা কি যে চাও ? কেন এ ব্যথা দিয়ে যাও ?

Short Music

ও বিধাতা কি যে চাও ? কেন এ ব্যথা দিয়ে যাও ?

জানিনা কী অপরাধে,দিলে তুমি অকরুণ সাজা এই ?

আশা নেই,আলো নেই,শুধু যে আঘাত সবেতেই,

আমার আপন কেউ নেই,

আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,

Music

জীবনের যত ছিল গান,অকালে তা হলো অবসান,

Short Music

জীবনের যত ছিল গান,অকালে তা হলো অবসান,

রেশটুকু তাও তো গেলো,ভাঙা এই হৃদয়ের ছোঁয়াতে,

আশা নেই,আলো নেই,শুধু যে আঘাত সবেতেই,

আমার আপন কেউ নেই,

আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,

আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই...

-----------------

আল বিদা...

المزيد من Amit Kumar

عرض الجميعlogo

قد يعجبك