huatong
huatong
avatar

Rupashi Dohai Tomar

Amrik Singh Arorahuatong
noonecanbetiffanyhuatong
الكلمات
التسجيلات
রুপসী দোহাই তোমার

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার

কালি করো।

রূপসী দোহাই তোমার

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার

কালি করো।

ও চোখে মত মধু

কেন যে শুধু শুধু

আমাকে তোমার চোখের বালি করো।

তুমি যে গোলাপ জ্যুতি চম্পাবকুল

বাগানের নাম করা সব বাহারি ফুল

তুমি যে গোলাপ জ্যুতি চম্পাবকুল

বাগানের নাম করা সব বাহারি ফুল

তোমাকে করবো যতন

ফোটাবো মনের মতন

করোনা আমায় তোমার

মালী করো।

ও মনে রয়না যেন অন্য কিছুই

ওখানে থাকবো ওগো আমি শুধুই

তোমার ওই ভালোবাসায়

কাটাবো জীবন যে হায়

করোনা মনটা তোমার

খালি করো।

রূপসী দোহাই তোমার ।"

المزيد من Amrik Singh Arora

عرض الجميعlogo

قد يعجبك