logo

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া Valobasiya Gelam

logo
الكلمات
ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

সোনারি চান পিতলা গুগু

যাবে কোথায় পালাইয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

সোনারি চান পিতলা গুগু

যাবে কোথায় পালাইয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

জমিদারের নাতি আমি

জগৎ জুড়ে নামি দামি

কপাল গুনে পাবে তুমি

আমার মতো ভালো স্বামী

জমিদারের নাতি আমি

জগৎ জুড়ে নামি দামি

কপাল গুনে পাবে তুমি

আমার মতো ভালো স্বামী

যা, যা , যারে যা যা

আমিও কম না

হীরা কি পান্না

দেখোনা যাচাই করিয়া

আমিও কম না

হীরা কি পান্না

দেখোনা যাচাই করিয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

তোমার বাড়ি আমার বাড়ি

তোমার বাড়ি আমার বাড়ি

তোমার বাড়ি আমার বাড়ি

তোমার বাড়ি আমার বাড়ি

শশুর বাড়ি মধুর হাড়ি

শশুর বাড়ি মধুর হাড়ি

শশুর বাড়ি মধুর হাড়ি

শশুর বাড়ি মধুর হাড়ি

তোমার বাড়ি আমার বাড়ি

শশুর বাড়ি মধুর হাড়ি

হই হই হই হই হই হই হই...

বউ এর আদেশ মানতে হবে

গয়না শাড়ি আনতে হবে

নইলে হবে ঝগড়া ঝাটি

কথায় কথায় কাটাকাটি

বউ এর আদেশ মানতে হবে

গয়না শাড়ি আনতে হবে

নইলে হবে ঝগড়া ঝাটি

কথায় কথায় কাটাকাটি

যা, যা , যারে যা যা

আদরি ময়না ধরিলে বায়না

নেবো না ঘরে তুলিয়া

আদরি ময়না ধরিলে বায়না

নেবো না ঘরে তুলিয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

সোনারি চান পিতলা গুগু

যাবে কোথায় পালাইয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

সোনারি চান পিতলা গুগু

যাবে কোথায় পালাইয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

করতে হবে এবার বিয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া

ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া Valobasiya Gelam لـ Andrew Kishore/Runa Laila - الكلمات والمقاطع