huatong
huatong
avatar

Sobaito Bhalobasa Chay

Andrew Kishorehuatong
ram_5530huatong
الكلمات
التسجيلات
সবাই তো ভালবাসা চায়

কেউ পায় কেউবা হারায়

তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়

কতকাল কত সাধনায়

তারে একদিন কাছে পাওয়া যায়

সবাই তো ভালবাসা চায়

(ঐ)ফুল চায় গানে গানে ফাগুন আসুক

অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক

ফুল চায় গানে গানে ফাগুন আসুক

অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক

আমি চাই তুমি আস

চুপি চুপি ভালবাস,এই নিরালায়

সবাই তো ভালবাসা চায়

কেউ পায় কেউবা হারায়

তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়

(ঐ)নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক

তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক

নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক

তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক

আমি চাই তুমি ডাক

পথ চেয়ে বসে থাক,আমারই আশায়

সবাই তো ভালবাসা চায়

কেউ পায় কেউবা হারায়

তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়

কতকাল কত সাধনায়

তারে একদিন কাছে পাওয়া যায়

সবাই তো ভালবাসা চায়

المزيد من Andrew Kishore

عرض الجميعlogo

قد يعجبك