huatong
huatong
avatar

Pathor Bhangar Shabdo Shunecho

Anjalihuatong
PayraRoyhuatong
الكلمات
التسجيلات
পাথর ভাঙ্গার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান ?

হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান।

বেজে ওঠে যে গান।

আমি সেই গানই শুনাবো।

পাথর ভাঙ্গার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান ?

হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান।।

তোমাদেরই বুঝি হৃদয় আছে গো আমার বুঝি তা নেই!

আমি যেনো শুধু খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালেই।

তোমাদেরই বুঝি হৃদয় আছে গো আমার বুঝি তা নেই!

আমি যেনো শুধু খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালেই।

সেই ভাঙনের ব্যাথা বুকে করে কথা মোর হোলো গান।

হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান। বেজে ওঠে যে গান।।

যতই দুঃখ দেবে দাও তবু এইটুকু মনে রাখো,

আমি শুধু চাই তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো।

যতই দুঃখ দেবে দাও তবু এইটুকু মনে রাখো,

আমি শুধু চাই তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো।

আমার কান্না অনুযোগ নয় শুধু কিছু আভিমান।

হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান। বেজে ওঠে যে গান।।

পাথর ভাঙ্গার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান ?

হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান।

বেজে ওঠে যে গান।।

ধন্যবাদ

المزيد من Anjali

عرض الجميعlogo

قد يعجبك