ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হয়ে ঋণী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
লা লা লা লালা লা লা লা লালা
লা লা লা লালা লালা লালা
দুটি মনে একটি আশা তারই নাম ভালবাসা
ও দুটি মনে একটি আশা তারই নাম ভালবাসা
কেনো বুঝো না ওগো নীল নয়না
কেনো বুঝো না ওগো নীল নয়না
তুমি আমার মন হারিণী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হয়ে ঋণী
লা লা লা লালা লা লা লা লালা
লা লা লা লালা লালা লালা
কিছু দিনের একটু সৃতি অনুরাগ অনুভুতি
ও কিছু দিনের একটু সৃতি অনুরাগ অনুভুতি
ভুলে যেয়ো না ওগো মৌ ললনা
ভুলে যেয়ো না ওগো মৌ ললনা
অভিসারের এই কাহিনী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
লা লা লা লালা লা লা লা লালা
লা লা লা লালা লালা লালা