logo

Tarpore Bhor Habe

logo
الكلمات
আপলোডেড বাই

NILA TOS

তারপরে...তারপরে ভোর হবে

হাতে হাত রাখা অনুভবে

তারপরে...তারপরে ভোর হবে

হাতে হাত রাখা অনুভবে

তারপরে...তারপরে...

আপলোডেড বাই

NILA TOS

জানিনা ভোর হতে ঠিক

কতোটা মন ছুতে হয়।

শিশিরে মুখ ধুয়ে দিক

আলোতে হোক পরিচয়

তারপরে প্রেম কোনো ভুল হবে

দুই হাত ধুয়ে সৌরভে

তারপরে...তারপরে...

আপলোডেড বাই

NILA TOS

জানিনা কেউ জানিনা

আসলে জল কাদেনা

কান্না থাকে শরীরে

আদর হয়ে গভীরে

তারপরে ঘুম ভাঙ্গা বাস্তবে

যদি না ই থাকো

থাক তবে

তারপরে... তারপরে ভোর হবে

হাতে হাত রাখো অনুভবে

তারপরে...তারপরে...

আপলোডেড বাই

NILA TOS