huatong
huatong
avatar

Ei Mom Jochhonay Ango Bhijiye

Arati Mukherjeehuatong
ohdz18huatong
الكلمات
التسجيلات

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ

সারারাত আকাশে শলমা জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

জাফ্রানী ঐ আলতা ঠোঁটে

মিস্টি হাসির গোলাপ ফোঁটে

মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে

সুর মিলিয়ে আলাপ ধরি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ

সারারাত আকাশে শলমা জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

এই রুপসী রাত আর ঐ রুপালি চাঁদ

বলে জেগে থাকো

এই লগন আর কখনো

ফিরে পাবে নাকো

মখমলের ঐ সূঁচনি ঘাসে

বসলে না হয় একটু পাশে

মনে হয় মহুয়ার এই আতর মেখে

তোমার কোলে ঘুমিয়ে পড়ি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ

সারারাত আকাশে শলমা জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

المزيد من Arati Mukherjee

عرض الجميعlogo

قد يعجبك