মন রাখো পাজরে
সীমাহীন আদরে
চোখ রাখো গভীরে
ভালবাসার নজরে
যতনে রাখিব জড়িয়ে থাকিব
সারা জনম ধরে
যতনে রাখিব জড়িয়ে থাকিব
সারা জনম ধরে
চোখেরেই ।। জোছনা দিয়ে
সরাও যতো আঁধার
ভাসিয়ে দূরের মেঘ
নিয়ে যাও ইচ্ছে তোমার
চোখেরেই ।। জোছনা দিয়ে
সরাও যতো আঁধার
ভাসিয়ে দূরের মেঘ
নিয়ে যাও ইচ্ছে তোমার
যতনে রাখিব জড়িয়ে থাকিব
সারা জনম ধরে
যতনে রাখিব জড়িয়ে থাকিব
সারা জনম ধরে
বুকেরেই ছাওনি দিয়ে
রাখবো মনের ভেতর
যেওনা দুরে চলে কাদিয়ে আমায় অঝর
বুকেরেই ছাওনি দিয়ে
রাখবো মনের ভেতর
যেওনা দুরে চলে কাদিয়ে আমায় অঝর
যতনে রাখিব জড়িয়ে থাকিব
সারা জনম ধরে
যতনে রাখিব জড়িয়ে থাকিব
সারা জনম ধরে