logo

Nishwas fire pai

logo
الكلمات
নিশ্বাস ফিরে পাই

তোমার কথা ভেবে

বিশ্বাস মনে তাই

তুমি আমার হবে....

বলোনা কোথায় যে

তোমার ঠিকানা

হারিয়ে যাই দুজনা

সাথে চলোনা........

আমায় আমি পর করেছি

তোমায় পেয়ে তাই

তোমার মাঝে ভর করেছি

আপন কেহ নাই......

তোমার মাঝে খুঁজে পাওয়া

চেনা কোনো সুর

সেই সুরেতে তাল মেলাবো

যাবো বহুদুর.....

বলোনা কোথায় যে

তোমার ঠিকানা

হারিয়ে যাই দুজনা

সাথে চলোনা.....

চিনতে তোমায় বড় দেরি

করে ফেলেছি

কিনতে তোমায় মনের দামে

তাই চেয়েছি.....

তোমার মাঝে খুঁজে পাওয়া

চেনা কোনো সুর

সেই সুরেতে তাল মেলাবো

যাবো বহুদুর.......

বলোনা কোথায় যে

তোমার ঠিকানা

হারিয়ে যাই দুজনা

সাথে চলোনা.....

Nishwas fire pai لـ Arfin rumey - الكلمات والمقاطع