huatong
huatong
arijit-chakraborty-ami-tomaro-songe-cover-image

Ami Tomaro Songe

Arijit Chakrabortyhuatong
monka_chuatong
الكلمات
التسجيلات
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে

তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে

সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ

সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ

তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম

রঙিন ছায়ার আচ্ছাদনে

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে

তোমার অরূপ মূর্তিখানি

ফাল্গুনের আলোতে বসাই আনি

অরূপ মূর্তিখানি

বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে

বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে

সোনার আভায় কাঁপে তব উত্তরী

সোনার আভায় কাঁপে তব উত্তরী

গানের তানের সে উন্মাদনে

তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে

المزيد من Arijit Chakraborty

عرض الجميعlogo

قد يعجبك