huatong
huatong
armanpalak-muchhal-cholo-pakhi-hoi-cover-image

Cholo pakhi hoi

Arman/Palak Muchhalhuatong
renamed1huatong
الكلمات
التسجيلات
দেখলে তোমাকে মনে হয়

তুমি ছাড়া আর কেউ নয়

তোমারই আদর দিয়ে মোড়া

আমার এই নাছড় হৃদয়

বলোনা এমন কেন আমি

কেন রোজ পায় পাগলামি

কেন হয় এমন আমার

চোখ বুঝলে শুধু তুমি

চলো পাখি হই আকাশে

গাছের ডালে পাশে পাশে

চলো পাখি হই দু'ডানায়

যতোদূর উড়ে যাওয়া যায়!

তুমি যদি পলকে হারাও

যদি আর খবর না দাও

ধরে নিও আছি এখানেই

এতোদিন তার যেখানেই

তবে কেন মিছিমিছি চিন্তা আসে

চলো পাখি হই আকাশে

গাছের ডালে পাশে পাশে

চলো পাখি হই দু'ডানায়

যতোদূর উড়ে যাওয়া যায়!

হা........হা......

দাও আজ আশকারা দাও

বদলেতে যা চাইবে চাও

নানা কোনো চাওয়া পাওয়া নেই

শুধু তুমি থাকো পাশেই

রোদে রোদে মেঘে মেঘে ঘাসে ঘাসে

চলো পাখি হই আকাশে

গাছের ডালে পাশে পাশে

চলো পাখি হই দু'ডানায়

যতোদূর উড়ে যাওয়া যায়

চলো পাখি হই আকাশে

গাছের ডালে পাশে পাশে

চলো পাখি হই দু'ডানায়

যতোদূর উড়ে যাওয়া যায়!

المزيد من Arman/Palak Muchhal

عرض الجميعlogo

قد يعجبك