huatong
huatong
arpan-je-chilo-amaar-cover-image

Je Chilo Amaar

Arpanhuatong
DrArpanChowdhuryhuatong
الكلمات
التسجيلات
যে ছিল আমার স্বপনচারিণী

তারে বুঝিতে পারি নি।

দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥

শুভক্ষণে কাছে ডাকিলে,

লজ্জা আমার ঢাকিলে গো,

তোমারে সহজে পেরেছি বুঝিতে॥

কে মোরে ফিরাবে অনাদরে,

কে মোরে ডাকিবে কাছে,

কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে,

এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে--

আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥

المزيد من Arpan

عرض الجميعlogo

قد يعجبك