huatong
huatong
artcell-ei-bristi-veja-raate-cover-image

ei bristi veja raate

Artcellhuatong
nataliepattonhuatong
الكلمات
التسجيلات

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না?

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না?

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে

তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়

পাখি মৃদু কন্ঠে বলে

তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়

এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে

সময় আমার কাটে না

কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না

মেঘের ভেলায় ভাসেনা,

ভেসে তুমি কেনো আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে

তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়

হৃদয়ের যত অনুভুতি আছে

তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়

এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে

সময় আমার কাটে না

ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না

আবেশেতে জড়ায়না

তুমি কেনো কাছে আসোনা?

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না?

المزيد من Artcell

عرض الجميعlogo

قد يعجبك