huatong
huatong
avatar

Oniket Prantor

Artcellhuatong
ADILMAHMOODhuatong
الكلمات
التسجيلات
তবুও এই দেয়ালের শরীরে-

যত ছেঁড়া রঙ, ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা

তোমার চেতনার যত উদ্ভাসিত আলো-

রঙ আকাশের মতন অকস্মাৎ নীল

নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ

তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে…

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে

বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…

তবুও এই দুটি কাঁটাতার এ শহরের মত করে ভিড়ে ভরে গেছে

ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে

সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে…

মেঘের দূরপথ ভেঙে

বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন

স্মৃতির মতন অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে

সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে।

এখানে সরণির লেখা নেই নাম কোন শহীদ স্মারকে

তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর

জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন

তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা এখানের নির্জন অনিকেত প্রান্তর.

المزيد من Artcell

عرض الجميعlogo

قد يعجبك

Oniket Prantor لـ Artcell - الكلمات والمقاطع