huatong
huatong
avatar

Tomake

Artcellhuatong
sudany1983huatong
الكلمات
التسجيلات
তোমাকে আলো ভেবে

চোখ চেয়ে থেকেছি আঁধারে

নীরব থেকে

ডেকেছি আমার একা নির্জনে

স্বপ্নগুলো হারিয়ে ফেলে

চেয়েছি ফিরে তোমার আলোকে

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে

তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে

আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে

তখনই ফেলেছি হারিয়ে তোমাকে

আপন আঁধারে

যেখানে স্বর্গ ভাসে

তোমার আমার আকাশ সেখানে

অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি

সেই ছবিতে অন্ধ কবি আমি এক

হাতড়ে ফিরি আলোর সিড়ি

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে

তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে

আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে

তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে

তোমাকে

তোমাকে

المزيد من Artcell

عرض الجميعlogo

قد يعجبك