huatong
huatong
asifbaby-naznin-tumi-koi-tumi-koi-cover-image

Tumi Koi Tumi koi

Asif/Baby Nazninhuatong
raalshuatong
الكلمات
التسجيلات
তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

এই কথা আমি ছাড়া,

আর কেউ না যেন জানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

এই কথা আমি ছাড়া,

আর কেউ না যেন জানে,

এই ভূবনে শুধু তোমাকে,

আমি বিশ্বাস করেছি,

শেষ নিঃশ্বাস দেবো তোমায়,

তাই হাতটি ধরেছি,

এই ভূবনে শুধু তোমাকে,

আমি বিশ্বাস করেছি,

শেষ নিঃশ্বাস দেবো তোমায়,

তাই হাতটি ধরেছি,

আমি আমায় যাই যে ভূলে,

প্রিয়া চাইলে তোমার পাণে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

এই কথা আমি ছাড়া,

আর কেউ না যেন জানে,

এই নয়নে স্মৃতি সূতোয়,

কত স্বপ্ন বুনেছি,

ভালোবাসো,তুমি আমায়,

না বলতেই শুনেছি,

এই নয়নে স্মৃতি সূতোয়,

কত স্বপ্ন বুনেছি,

ভালোবাসো,তুমি আমায়,

না বলতেই শুনেছি,

শেষে হয় কি মনের কথা,

কিছু কথায় লেখা গানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

এই কথা আমি ছাড়া,

আর কেউ না যেন জানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

তুমি কই,তুমি কই,

তোমার বুকের মধ্যখানে,

এই কথা আমি ছাড়া,

আর কেউ না যেন জানে,

المزيد من Asif/Baby Naznin

عرض الجميعlogo

قد يعجبك