logo

HD★O Priya tumi kothai

logo
الكلمات
Song:O priya tumi kothai

Singer: Boss Asif

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

@Uploading by singer Tanvir Choise by singer Tanvir

ভুল না হয় ছিলো আমার'ই বেশি

করোনি ক্ষমা করেছো দোষী

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকবো সারা জীবন অপরাধী

প্রতিশোধ নেবে নাও

আমি বাধা দেবো না

শুধু একবার বলে যাও

কেনো আমার হলে না

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

@Uploading by Singer Tanvir

Choise by Singer Tanvir

Follow me found for more karaoke

ভাবিনি কখনো যাবে চলে

আমাকে এভাবে একা ফেলে

স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি

একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি

প্রতিশোধ নেবে নাও আমি বাঁধা দেবো না একবার বলে যাও কেনো আমার হলে না

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া তুমি কোথায়

....Thanks...

HD★O Priya tumi kothai لـ Asif Akbar/Singer Tanvir - الكلمات والمقاطع