
ক্ষমা করে দিও আমাকে | Khoma kore dio amake
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে
আসবেনা জানি ফিরে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে
আসবেনা জানি ফিরে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
জানিনা কি অপরাধে
আমাকে সাজা দিলে
কি ভূল ছিল আমার
এভাবে আমায় কাঁদাবে
জানিনা কি অপরাধে
আমাকে সাজা দিলে
কি ভূল ছিল আমার
এভাবে আমায় কাঁদাবে
কত স্মৃতি ভরা স্বপন
জমে আছে আমার এ বুকে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে
আসবেনা জানি ফিরে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
জীবনে চলারি পথে
দেখা হয় যদি দুজনার
সেদিন ও দেখবে চেয়ে তুমি
অপেক্ষায় আছি তোমার
জীবনে চলারি পথে
দেখা হয় যদি দুজনার
সেদিন ও দেখবে চেয়ে তুমি
অপেক্ষায় আছি তোমার
আড়ালে লু্কিয়ে মন...
বারে বারে শুধু যে ডাকে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে
আসবেনা জানি ফিরে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে
আসবেনা জানি ফিরে
ক্ষমা করে দিও আমাকে
ভূলতে পারিনা তোমাকে
ক্ষমা করে দিও আমাকে | Khoma kore dio amake لـ Asif Akbar - الكلمات والمقاطع