huatong
huatong
avatar

Mayajaal

Ayon Chaklader/Aurinhuatong
roberto2708huatong
الكلمات
التسجيلات
তোমায় দেখার পরে ডুবেছি যে ঘোরে

এ কী মায়াজালে আমাকে জড়ালে

তোমায় দেখার পরে ডুবেছি যে ঘোরে

এ কী মায়াজালে আমাকে জড়ালে

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

নিজের চেয়ে তোমায় নিয়ে বেশি ভাবি এখন

ভালোভাবে বাঁচতে শুধু তোমাকেই প্রয়োজন

নিজের চেয়ে তোমায় নিয়ে বেশি ভাবি এখন

ভালোভাবে বাঁচতে শুধু তোমাকেই প্রয়োজন

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

চলো দু′জন এক হয়ে যাই, সাতপাঁচ ভেবো না

কথা দিলাম তোমায় ছেড়ে কখনো যাবো না

চলো দু'জন এক হয়ে যাই, সাতপাঁচ ভেবো না

কথা দিলাম তোমায় ছেড়ে কখনো যাবো না

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

না দেখে তোমায় আমি থাকতে পারি না

হঠাৎ এমন কেন হলো তাও জানি না

المزيد من Ayon Chaklader/Aurin

عرض الجميعlogo

قد يعجبك