huatong
huatong
avatar

তিন পুরুষ Tin Purush

Ayub Bachchuhuatong
skinart1970huatong
الكلمات
التسجيلات
তিন পুরুষ

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

দাদা দাদি, নানা নানি আরতো পিছে নাই

বাবা মার পরে আমি আমার পরে নাই ।

দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

দাদা দাদি, নানা নানি আরতো পিছে নাই

বাবা মার পরে আমি আমার পরে নাই ।

দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,

তিন পুরুষের এক পুরুষ সে কথা ভুলে না

শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,

তিন পুরুষের এক পুরুষ সে কথা ভুলে না

শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

المزيد من Ayub Bachchu

عرض الجميعlogo

قد يعجبك