huatong
huatong
avatar

Chup Chup Chup Anamika chup

Azam Khanhuatong
shmegan1huatong
الكلمات
التسجيلات
পপসম্রাট, কিংবা কিংবদন্তি,কিংবা গুরু,

যে নামেই ডাকি না কেন,এক নামেই

তিনি সবার সাথেই পরিচিত। তিনি সবার

সত্যিকারের বাংলাদেশী গান প্রিয় সবার

কাছে অত্যন্ত সম্মানিত, গুরু আজম খান ।

চুপ চুপ চুপ

অনামিকা চুপ

কথা বলনা

তুমি আমি এখানে

কেউ জানেনা

চুপ চুপ চুপ

অনামিকা চুপ

কথা বলনা

তুমি আমি এই খানে

কেউ জানেনা

কেউ জানেনা.....

গুরু আজম খান। জীবনে আমাদেরকে অনেক

অনেক স্মরণীয় গান উপহার দিয়ে গেছেন,যে

গানগুলো এখনও মনের রুমে গুনগুন করে বাজে।

কিন্তু বিনিময়ে যতটুকু পাওনা তার ছিল আমরা

কি তা শোধ করতে পেরেছিলাম? না পারব?

ভাল লাগা থেকে হয় ভলোবাসা

মনের কথা বুঝাবার নেই যে ভাষা

গুরু তোমায় সালাম

ভাল লাগা থেকে হয় ভলোবাসা

মনের কথা বুঝাবার নেই যে ভাষা

হৃদয়ের টানে

আরো কাছে আনে

হৃদয়ের টানে

আরো কাছে আনে

তোমাকে আমার

চুপ চুপ চুপ অনামিকা চুপ

কথা বলনা

তুমি আমি এখানে কেউ জানেনা

কেউ জানেনা

চরম বিখ্যাত রেলাইনের ঐ বস্তিতে জন্মেছিল

একটি ছেলে,আমি যারে চাইরে, কিংবা

আলালও দুলাল আরও অনেক গান আছে যা

আজও ভক্তদের মনে গুনগুন করে বাজে

তোমার আমার পরিচয় জানবে সবাই

জেনে গেলে তখন বল হবে কি উপায়

গুরু তোমায় সালাম

তোমার আমার পরিচয় জানবে সবাই

জেনে গেলে তখন বল হবে কি উপায়

ছোট এই মনে

সুধু এই জানে

ছোট এই মনে

সুধু এই জানে

তুমি যে আমার

চুপ চুপ চুপ অনামিকা চুপ

কথা বলনা

তুমি আমি এখানে

কেউ জানেনা

চুপ চুপ চুপ অনামিকা চুপ

কথা বলনা

তুমি আমি এই খানে কেউ জানেনা

কেউ জানেনা.....

المزيد من Azam Khan

عرض الجميعlogo

قد يعجبك