[M] যে আমায় দুঃখ দিলো..
সে যেনো চিরসুখী হয়,
সুখ বুঝি নীলা… পাথর,,
সবার কপালে কি গো সয়,,
আমার কপালে সে তো নয় ।
[F] যে আমায় দুঃখ দিলো..
সে যেনো চিরসুখী হয়,
[M] বালু চরে বাধা ঘর,
ভাংতে লাগেনা ঝর
একটু হাওয়াতেই ভেঙে পরে
[F] বালু চরে বাধা ঘর,
ভাংতে লাগেনা ঝর
একটু হাওয়াতেই ভেঙে পরে
[M] আমার মনের ঘর ভেঙে গেছে
তোমার সামান্য ব্যবহারে
ও,ও, সেই থেকে কাঁদছে নয়ন
পুড়ছে আমার এ হৃদয় ।
[F] যে আমায় দুঃখ দিলো..
সে যেনো চিরসুখী হয়,
[F] জলে ভেজা দুটি চোখ
ঝরেছে অঝরে শোক
চাই না সহানুভূতি কারো
[M] জলে ভেজা দুটি চোখ
ঝরেছে আঝরে শোক
চাই না সহানুভূতি কারো
[F] আমার যত সুখ তুমি নিয়ে
আমায় ব্যাথা দাও যত পারো
ও,ও, স্বপ্ন দেখেনা দু চোখ
বোবা চোখে চেয়ে রয়,
যে আমায় দুঃখ দিলো..
সে যেনো চিরসুখী হয়,
সুখ বুঝি নীলা পাথর,,
সবার কপালে কি গো সয়,,
আমার কপালে সে তো নয় ।
[M]যে আমায় দুঃখ দিলো..
সে যেন চিরসুখী হয়,