huatong
huatong
avatar

Tomaro Ki Pore Mone

BAGDHARAhuatong
keggor69huatong
الكلمات
التسجيلات
তুমি কোন মাসে এসেছিলে

কোন মাসে গিয়েছিলে

মনে তো আর পড়ে না

কোন এক নভেম্বরে

তোমার জন্য দাঁড়িয়েছিলেম

তোমারো কি মনে পড়ে না

তোমারো কি পড়ে মনে

রিকশায় হাত চেপে ধরে আমি

ছাড়তে চাইতাম না

তোমারো কি পড়ে মনে

দুপুরবেলা রোদে পুড়ে আমি

দাঁড়িয়ে থাকতাম

তোমার পায়ে ছিলো রূপার নূপুর

আর তোমার ভাইয়ের বিদেশি কুকুর

দৌড়ে দৌড়ে আমার পিছু ছাড়েনা

আমার জুতার ভেতর পাঁচটা সেলাই

মনে কোন সেলাই যে নাই

তবুও তোমার মনে জায়গা পেলাম না

তোমারো কি পড়ে মনে

রিকশায় হাত চেপে ধরে আমি

ছাড়তে চাইতাম না

তোমারো কি পড়ে মনে

দুপুরবেলা রোদে পুড়ে আমি

দাঁড়িয়ে থাকতাম

আমার সারা-মাসে পকেট ফাঁকা

তোমার ফোনে দিতে টাকা

ফ্ল্যাক্সিলোডের দোকারদার আমায় ছাড়েনা

তোমার সস্তা খাবার পছন্দ না

আমার টঙে কাটে সকাল-সন্ধ্যা

পিজ্জাহাট ছাড়া আবার তোমার চলেনা।

তোমারো কি পড়ে মনে

রিকশায় হাত চেপে ধরে আমি

ছাড়তে চাইতাম না

তোমারো কি পড়ে মনে

দুপুরবেলা রোদে পুড়ে আমি

দাঁড়িয়ে থাকতাম

তোমারো কি পড়ে মনে

রিকশায় হাত চেপে ধরে আমি

ছাড়তে চাইতাম না

তোমারো কি পড়ে মনে

দুপুরবেলা রোদে পুড়ে আমি

দাঁড়িয়ে থাকতাম

المزيد من BAGDHARA

عرض الجميعlogo

قد يعجبك