huatong
huatong
avatar

আউস কইরা বাপে aous koira bape

band ghurihuatong
scallenhuatong
الكلمات
التسجيلات

আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া

বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া

আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া

বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া

এখন,দিনেরাইতে দেখায়তার আসল চেহারা

বউ তো নয়, যেনো সিসি ক্যামেরা।

এখন,দিনেরাইতে দেখায়তার আসল চেহারা

বউ তো নয়, যেনো সিসি ক্যামেরা।

খাইতে জ্বালায় বইতে জ্বালায়

জ্বালায় দিনে রাইতে

ঠিক মত দেয়না আমায় একটু ঘুমাইতে

খাইতে জ্বালায় বইতে জ্বালায়

জ্বালায় দিনে রাইতে

ঠিক মত দেয়না আমায় একটু ঘুমাইতে।

সারাদিন নজর দাড়ি দেয় শুধু পেরা....

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা

শ্যাম্পু আনো সাবান আনো লম্বা অর্ডার দেয়

কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়।

শ্যাম্পু আনো সাবান আনো লম্বা অর্ডার দেয়

কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়।

সারাদিন নজর দাড়ি দেয় শুধু পেরা.....

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা

বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা।

المزيد من band ghuri

عرض الجميعlogo

قد يعجبك