huatong
huatong
avatar

মন মাঝি

Bangla Folk songhuatong
ndevri.es2huatong
الكلمات
التسجيلات
মনে মেঘ জমতে থাকে

পড়ে যাই দুর্বিপাকে

মনে মেঘ জমতে থাকে

পড়ে যাই দুর্বিপাকে

চিন্তা তে তোর কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রণার

মন মাঝিরে ,বল না কোথায় ,,?

মন মাঝিরে ,

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

ভালো লাগলে অবশ্যই গানটিতে একটি লাইক

দিবেন,আরো আপনার পছন্দের গান পেতে

একা রাত, বাঁকা চাঁদ

লাগেনা ভালো রে আর,,ও,,

নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার

একা রাত, বাঁকা চাঁদ

লাগেনা ভালো রে আর ও,,

নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার

পড়ছে মনে মুখের আদোল

ভাঙে বুক, ভাঙছে পাহাড়,,

মন মাঝিরে ,বল না কোথায় ?

মন মাঝিরে ,

আয় ফিরে আয় ,, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

নিজেকেই মনে হয় বলে দিই, এ সব ই ভুল

ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো

ফুল, হে ,ই এ ,,

নিজেকেই মনে হয় বলে দিই, এ সব ই ভুল

ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো ফুল

চিন্তা তে তোর কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রণার ,

মন মাঝিরে বল না কোথায় ,

মন মাঝিরে ,

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

المزيد من Bangla Folk song

عرض الجميعlogo

قد يعجبك

মন মাঝি لـ Bangla Folk song - الكلمات والمقاطع