huatong
huatong
avatar

Cholona Hoi Udasi

Bangla Folk songhuatong
EngrMehedyHasanhuatong
الكلمات
التسجيلات
আমার মন ও না চায়

এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর

বাঁধিলো কিশোরী

(চলো না হই উদাসি চলো না হই উদাসি

[MUSIC]

বন্ধুর ও বাড়ির জালালী

কবুতর

আমার ও বাড়ি আসে রে.......

বন্ধুর ও বাড়ির জালালী

কবুতর

আমার ও বাড়ি আসে রে..

কত বুট মুশুরী ছিটাইয়া

খাওয়াইলাম

খায় আর, খায় আর, খায় আর

বাক বাকুম করে লো

কিশোরী।

চলো না হই উদাসি

আমার মন ও না চায়

এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর

বাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

[MUSIC]

আঙ্গুল ও কাটিয়া কলম ও

বানাইলাম,

নয়নের জল করলাম কালি রে....

আঙ্গুল ও কাটিয়া কলম ও

বানাইলাম,

নয়নের জল করলাম কালি রে

হৃদয় ও চিড়িয়া লিখন ও

লিখিয়া,

পাঠাইলাম, পাঠাইলাম,

পাঠাইলাম সোনা বন্ধুর

নামে লো কিশোরী।

চলো না হই উদাসি

আমার মন ও না চায়

এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর

বাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

المزيد من Bangla Folk song

عرض الجميعlogo

قد يعجبك

Cholona Hoi Udasi لـ Bangla Folk song - الكلمات والمقاطع