huatong
huatong
avatar

Bismillah Boliya Ami

Bangla Islamic Gazalhuatong
mikeupshallhuatong
الكلمات
التسجيلات
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই

হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদীনায়

সম্মানিত শ্রোতাদেরকে

সালামও জানাই দুস্থহে

এই দুনিয়া মিছে মায়া ধুকাবাজির ঘর

আপন আপন করছো যাঁদের তারাও সবাই পর

সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্থহে

অনেক কিছু করিয়াছ ফিকিরও করিয়া

ভালা খানা স্ত্রী পুত্র সকলে ছাড়িয়া

সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্থহে

এই দুনিয়া জুটছে রে ভাই আনন্দেরই মেলা

সেই মেলাতে আইসা পড়ছো কত রঙের খেলা

পশ্চিমে তাকাইয়া দেখো

ডুইবা যায় তোর বেলা দুস্থহে

ডুবে যাবে জীবন রবি আসবে না আর ভোর

সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রানোচোর

শূন্য খাঁচা ফেলে পাখি

যাইবে অচিন পুর দুস্থহে

বরই পাতা গরম জলে গুসোলও করাইয়া

আপন জনে দিবে সাদা কাপড়ও পরাইয়া

চার জনেতে লইয়া যাইবে

কান্দিয়া কান্দিয়া দুস্থহে

দলে দলে লোকজন আসবে জানাজার লাগিয়া

মাটির ঘরে নামাইবে জানাজা পড়াইয়া

একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্থহে

কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেস্তা

দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা

সঠিক উত্তর দিলে হবে

শান্তি সুখের বাসা দুস্থহে

উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই

সর্প এসে দংশন করবে হাদীসেতে পাই

যেই জাগায় সাহায্য করার

আপন কেহ নাই দুস্থহে

এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার

দমে দমে জপো রে মন নামটি আল্লাহর

এই নামের উছিলায় সেইদিন

হইয়া যাইবা পার দুস্থহে

THANK YOU

المزيد من Bangla Islamic Gazal

عرض الجميعlogo

قد يعجبك