huatong
huatong
avatar

Amar Ei Jibon Moron Sudhui

Bapi lahirihuatong
Bijayan_Misrahuatong
الكلمات
التسجيلات
আমার এই জীবন মরণ শুধুই তোমার

আর কারো নয়

তুমি যে ভালোবাসায়, ভরিয়ে দিলে

আমার হৃদয়

আমার এই জীবন মরণ শুধুই তোমার

আর কারো নয়

তুমি যে ভালোবাসায়, ভরিয়ে দিলে

আমার হৃদয়

আমার এই জীবন মরণ শুধুই তোমার

আর কারো নয়

*Music**GanerVela*

[fb.com/GanerVela]

তোমারি মনের কাছে শিখে নিলাম আমি

জগতে প্রেম যে হলো সবার চেয়ে দামী..

তোমারি মনের কাছে শিখে নিলাম আমি

জগতে প্রেম যে হলো সবার চেয়ে দামী

এতোদিন যা. পেয়েছি আসল সে নয় নকল প্রণয়

তুমি যে ভালোবাসার, ভরিয়ে দিলে আমার হৃদয়

আমার এই জীবন মরণ শুধুই তোমার

আর কারো নয়

কাগজের ফুলের বাগান অনেক দূরে ফেলে

তুমি যে সত্যিকারের, গোলাপ হয়ে এলে

কাগজের ফুলের বাগান অনেক দূরে ফেলে

তুমি যে সত্যিকারের, গোলাপ হয়ে এলে

গন্ধেই চিনিয়ে দিলে, তোমার প্রাণের সব পরিচয়

তুমি যে ভালোবাসার, ভরিয়ে দিলে আমার হৃদয়

আমার এই জীবন মরণ শুধুই তোমার

আর কারো নয়

তুমি যে ভালোবাসায়, ভরিয়ে দিলে

আমার হৃদয়

আমার এই জীবন মরণ শুধুই তোমার

আর কারো নয়

*Thanks For Singing

Bijayan Misra*

المزيد من Bapi lahiri

عرض الجميعlogo

قد يعجبك