huatong
huatong
avatar

Ami Tomakei Bole Debo V2 /আমি তোমাকেই বলে দেবো .. Rana

Bappa/Taposhhuatong
Shahadat_Rana_E_R_Shuatong
الكلمات
التسجيلات
****************

****************

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত

আমি হেটে গেছি বিরাণ পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত

আমি হেটে গেছি বিরাণ পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

***********

***********

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানেনা, না জানে আড়াল

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানেনা, না জানে আড়াল

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

***********

***********

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিনে হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিনে হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তুমি কান্নার রঙ,

তুমি জোছনার ছায়া

তুমি কান্নার রঙ,

তুমি জোছনার ছায়া

***********

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত

আমি হেটে গেছি বিরাণ পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

==ধন্যবাদ==

المزيد من Bappa/Taposh

عرض الجميعlogo

قد يعجبك