huatong
huatong
avatar

তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়স্কোপ

Bappa Mazumderhuatong
prenticeshuatong
الكلمات
التسجيلات

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ,

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ী

বায়ের দিকে পুকুরঘাট,

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

অন্তরে থাক পদ্ম গোলাপ

গদ্যে পদ্যে আঁকছি মুখ

ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়

অপূর্ব সে তোমার চোখ,

অমন পলক ফেলতে তো কেউ পারেনা

অমন পলক ফেলতে তো কেউ পারেনা

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ,

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

যদি মিউজিকটি আপনাদের ভালো লাগে

তাহলে আমাকে ফলো করে সাথেই থাকুন

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরৎ চাইনি কোন দিন

মন কি তোমার হাতের নাটাই

তোমার কাছে আমার ঋণ,

মন হারালেও মনের মানুষ হারে না

মন হারালেও মনের মানুষ হারে না

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ.

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা।

Thanks

المزيد من Bappa Mazumder

عرض الجميعlogo

قد يعجبك