logo

বনমালী তুমি পরজনমে হইও রাঁধা Bonomali tumi

logo
الكلمات
বনমালী তুমি পরজনমে হইও রাঁধা

তুমি আমারি মতন জ্বলীও জ্বলীও

বিরহ কুসুমও হার গলেতে পড়িও

হুম .. তুমি আমারি মতন জ্বলীও জ্বলীও

বিরহ কুসুমও হার গলেতে পড়িও

তুমি যাইও.... যমুনার ঘাটে

না মানি ননদীর ও বাধা

আহাঁ...বনমালী তুমি পরজনমে হইও রাঁধা

আহাঁ.. বনমালী তুমি পরজনমে হইও রাঁধা।।

তুমি আমারি মতন কান্দিও কান্দিও

কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও

তুমি আমারি মতন কান্দিও কান্দিও

কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও

তুমি বুঝিবে নাতো....নারীর ও বেদন

রাঁধার ও প্রানে কতো ব্যাথা

আহাঁ.. বনমালী তুমি পরজনমে হইও রাঁধা

আহাঁ বনমালী তুমি পরজনমে হইও রাঁধা।।

তুমি আমারি মতন মরিও মরিও

শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও

তুমি আমারি মতন মরিও মরিও

শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও

তুমি পুড়িও তখন....আমারি মত

বুকে লইয়া দুঃখের চিতা

আহাঁ.. বনমালী তুমি পরজনমে হইও রাঁধা

আহাঁ ..বনমালী তুমি পরজনমে হইও রাঁধা।।

ভাবিয়া সরজ কয় ওহে কৃষ্ণ পদ

প্রেমেরও মায়া ঢোঁড়ে আমারে বান্ধীও

ভাবিয়া সরজ কয় ওহে কৃষ্ণ পদ

প্রেমেরও মায়া ঢোঁড়ে আমরে বান্ধীও

আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন....

তোমারে বানাবো আধা

আহাঁ বনমালী তুমি পরজনমে হইও রাধা

আহাঁ বনমালী তুমি পরজনমে হইও রাধা।।

বনমালী তুমি পরজনমে হইও রাঁধা Bonomali tumi لـ Bappa Mazumder - الكلمات والمقاطع