huatong
huatong
avatar

Kokhono Ichche Hoy

Bappa Mazumderhuatong
mrspe1huatong
الكلمات
التسجيلات
কখনো ইচ্ছে হয় সাড়াটি বেলা

ভেজাব এই দুটি মন ঐ নীল জোছনায়

নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি

কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়

কখনো ইচ্ছে হয় সাড়াটি বেলা

ভেজাব এই দুটি মন ঐ নীল জোছনায়

নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি...

কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়...

আবেগ জড়ানো রংঙ্গীন সুতোয় গাথা

মাঝে মাঝে.. একটু দুটো কথা

বলবে আমায় তুমি নিবিড় বন ছায়

ছুয়ে যাবে এ মন সুরের ঝরনা ধারায়

নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি

কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়

কখনো তুমি একটু ছুয়ে দিলে

অনুভব টুকু রাখব বুকে তুলে

এ হৃদয়ে শুধু সপ্ন বুনে যায়

বেচে আছি যেন তোমারি অবহেলায়

নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি

কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়

কখনো ইচ্ছে হয় সাড়াটি বেলা

ভেজাব এই দুটি মন ঐ নীল জোছনায়

المزيد من Bappa Mazumder

عرض الجميعlogo

قد يعجبك