huatong
huatong
avatar

Oi Neel Pakhitake

Bappi Lahiri/S. Janakihuatong
steveg5489huatong
الكلمات
التسجيلات
(F) ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ধরে দাও না…

(M) কি হবে ?

(F) হুম-ম-ম পুষবো দাও না ধরে দাও না…

ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ধরে দাও না…

(M) কি হবে ?

(F) পুষবো দাও না ধরে দাও না…

(M) বেশ তো উড়ছে পাখি আকাশে…

কেন মিছে বাঁধবে পাখনা…

(F) ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ধরে দাও না…

(M) কি হবে ?

(F) হুম-ম-ম পুষবো দাও না ধরে দাও না…

(M) মনে মনে বেঁধে রাখো, এঁকে রাখো ভালোবেসে…

চোখের কাজলে ছবিখানা…

(F) চোখে চোখে চাই বলে, বুকে বুকে বাঁধি বলে…

চাই পাখি আমাকে দাও না দাও না…

(M) মনে মনে বেঁধে রাখো এঁকে রাখো ভালোবেসে…

চোখের কাজলে ছবিখানা…

(F) চোখে চোখে চাই বলে, বুকে বুকে বাঁধি বলে…

চাই পাখি আমাকে দাও না…

(M) বেশ তো উড়ছে পাখি আকাশে…

কেন মিছে বাঁধবে পাখনা…

(F) ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ধরে দাও না…

(M) কি হবে ?

(F) ওহও … পুষবো দাও না ধরে দাও না…

(M) না না না না ভালোবাসা…

মনে থাকে মনে থাকে…

ভালোবাসা বেঁধে রাখা যায় না…

(F) না না না না শুনবো না…

চাই পাখি ছাড়বো না…

বাঁধবো তাকে উড়তে দেবো না দেবো না দেবো না …

(M) না না না না ভালোবাসা…

মনে থাকে মনে থাকে…

ভালোবাসা বেঁধে রাখা যায় না…

(F) না না না না শুনবো না…

চাই পাখি ছাড়বো না…

বাঁধবো তাকে উড়তে দেবো না দেবো না…

(M) বেশ তো উড়ছে পাখি আকাশে…

কেন মিছে বাঁধবে পাখনা…

(F) ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ধরে দাও না…

কি হবে গো ?

পুষবো দাও না ধরে দাও না…

পুষবো দাও না ধরে দাও না…

পুষবো দাও না ধরে দাও না…

المزيد من Bappi Lahiri/S. Janaki

عرض الجميعlogo

قد يعجبك