huatong
huatong
avatar

যদি এক সমাজে হইতাম দুজন

bdpavel.comhuatong
💜~☆BD.PAVEL☆~💜""🇧🇩huatong
الكلمات
التسجيلات
*প্লিজ কেউ কপি করবেন না।

*লিরিক্স বাই: পাভেল

*লাভ সং বিডি

*বিডি পাভেল ডট কম

*আপলোডেড বাই:বিডি পাভেল

ছেলে: যদি এক সমাজে হইতাম দুজন

সুন্দর এই ভুবন

তবে থাকতো না যে কোন বাধা

হয় যেন মরণ.....

যদি এক সমাজে হইতাম দুজন

সুন্দর এই ভুবন

তবে থাকতো না যে কোন বাধা

হয় যেন মরণ.....

বিধি তুমি আমায় বলে দাও

ও কেন তারে ভালবাসিলাম

নিঃস্ব হয়ে গেল এখন

দুজনার জীবন...

মেয়ে: যদি এক সমাজে হইতাম দুজন

সুন্দর এই ভুবন

তবে থাকতো না যে কোন বাধা

হয় যেন মরণ.....

*প্লিজ কেউ কপি করবেন না।

*লিরিক্স বাই: পাভেল

*লাভ সং বিডি

*বিডি পাভেল ডট কম

*আপলোডেড বাই:বিডি পাভেল

মেয়ে: পৃথিবীতে বেঁচে থেকে হলো না মিলন.....

তোমার আমার একই সাথে

হয় যেন মরণ.....

*আপলোডেড বাই:বিডি পাভেল

ছেলে: ভালোবাসা পুড়ে যাবে

চিতারও আগুনে....

পরপারে দেখা হবে

তোমার আমার সনে

বিধি তুমি আমায় বলে দাও

ও কেন তারে ভালবাসিলাম

দুই ভুবনে থাকবো দুজন

এ কেমন নিয়ম...

যদি এক সমাজে হইতাম দুজন

সুন্দর এই ভুবন

তবে থাকতো না যে কোন বাধা

হয় যদি মরণ.....

*প্লিজ কেউ কপি করবেন না।

*লিরিক্স বাই: পাভেল

*লাভ সং বিডি

*বিডি পাভেল ডট কম

*আপলোডেড বাই:বিডি পাভেল

মেয়ে: দেরি তো মানে না কোন

জাতি কুলও মান

রেখে গেলাম আমরা দুজন

তারই প্রমাণ...

*আপলোডেড বাই:বিডি পাভেল

ছেলে: ভালোবাসা মেনে নিতে কেন এত ভয়

কখনো হবে না এই প্রেমের পরাজয়

কেন হল এমন অবিচার

ও দুটি মনে একটাই অন্তর

তবু প্রেম খাটি হল

দুজনার জীবন

যদি জন্ম হতে বারে বারে

ওই সুন্দর ভুবনে

তবে ভালোবেসে যেতাম আমি

তোমারি সনে

যদি জন্ম হতে বারে বারে

ওই সুন্দর ভুবনে

তবে ভালোবেসে যেতাম আমি

তোমারি সনে

জনম জনম ভালবাসিতাম

ও সারা জীবন তোমারই ছিলাম

তবু প্রেম খাটি হল দুজনার জীবন

যদি জন্ম হতো বারে বারে

ওই সুন্দর ভুবনে

তবে ভালোবেসে যেতাম আমি

তোমারি সনে..….

*আপলোডেড বাই:বিডি পাভেল

*লাভ সং বিডি

المزيد من bdpavel.com

عرض الجميعlogo

قد يعجبك