logo

Tumi Acho Bole

logo
الكلمات
নিসাস সাসা রেসা নিসাস সাসা রেসা

নিসাস সাসা রেসা রেগাপা.. সাসাসা

নিসাস সাসা রেসা নিসাস সাসা রেসা

নিসাস সাসা রেসা রেগাপা.. সাসাসা (নিয়মিত)

উউউম...আ আ আ্‌,………ও ও ও এ এ এ...

উউউউ উউউউ উউউউ …….

তুমি আছো বলে, তারা নেভে জ্বলে

তুমি আছো বলে, তারা নেভে জ্বলে

সাগরেতে নদী খোঁজে মোহনা

তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি

তুমি অন্য কারো হতে পারো না

আমি নিঃস্ব হয়ে যাবো জানো না

যখন তোমাকে পাবো না

আমি নিঃস্ব হয়ে যাবো জানো না

যখন তোমাকে পাবো না

চোখে চোখ পড়লেই চোখ সরে না

এত দেখি তবু, মন ভরে না

চোখে চোখ পড়লেই চোখ সরে না

এত দেখি তবু, মন ভরে না

মায়া মায়া তোমার হাঁসি,

কথা যেন মধুঁর বাঁশি

আমি পাই না খুজে তোমার তুলনা

আমি নিঃস্ব হয়ে যাবো জানো না

যখন তোমাকে পাবো না

আমি নিঃস্ব হয়ে যাবো জানো না

যখন তোমাকে পাবো না

ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে

থাকো তুমি থাকো প্রাণেরই কাছে

ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে

থাকো তুমি থাকো প্রাণেরই কাছে

তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো আশা

তুমি আমার সে কথা কি মানো না

যখন তোমাকে পাবো না

তুমি আছো বলে, তারা নেভে জ্বলে

তুমি আছো বলে, তারা নেভে জ্বলে

সাগরেতে নদী খোঁজে মোহনা

তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি

তুমি অন্য কারো হতে পারো না

আমি নিঃস্ব হয়ে যাবো জানো না

যখন তোমাকে পাবো না

আমি নিঃস্ব হয়ে যাবো জানো না

যখন তোমাকে পাবো না

Tumi Acho Bole لـ Belal Khan - الكلمات والمقاطع