huatong
huatong
avatar

পদ্ম পাতার পানি নয়

BGFhuatong
࿇Sojon?𝄞🅱️🅶‌‌🇫‌🇧🇩huatong
الكلمات
التسجيلات
পদ্ম পাতার পানি নয়

হে~হে~হা~হা~হা~হে~হে~হা~হা~হা

পদ্ম পাতার পানি নয়

দিন যাপনের গ্লানি নয়

জীবনটাকে বুঝতে হলে

জীবন ভালবাসতে হয়।

পদ্ম পাতার পানি নয়

দিন যাপনের গ্লানি নয়

জীবনটাকে বুঝতে হলে

জীবন ভালবাসতে হয়।

পদ্ম পাতার পানি নয়

দিন যাপনের গ্লানি নয়

নতুন নতুন গান নিতে হলে

আমার SoonBook চেক করুন

শ্রমিক যেমন সবল হাতে

গড়ছে এ দেশ দিনে রাতে

ভিজে পুড়ে যেমন চাষী

মাঠের বুকে ফোঁটায় হাসি।

ও শ্রমিক যেমন সবল হাতে

গড়ছে এ দেশ দিনে রাতে

ভিজে পুড়ে যেমন চাষী

মাঠের বুকে ফোঁটায় হাসি

তেমনি হাজার কাজে মিশে

সুখের হাসি হাসতে হয়।।

পদ্ম পাতার পানি নয়

দিন যাপনের গ্লানি নয়

MDIbrahim_Sojon꧁BGF꧂

****বাংলার গান BGF****

দেশের মাটি খাঁটি জেনে

দেশের মানুষ আপন মেনে

বন্ধ মনের দোয়ার খুলে

সকল বাধা বিভেদ ভুলে।

ও দেশের মাটি খাঁটি জেনে

দেশের মানুষ আপন মেনে

বন্ধ মনের দোয়ার খুলে

সকল বাধা বিভেদ ভুলে।

মিলন মেলা সবাই মিলে

সবার কাছে আসতে হয়।।

পদ্ম পাতার পানি নয়

দিন যাপনের গ্লানি নয়

জীবনটাকে বুঝতে হলে

জীবন ভালবাসতে হয়।

পদ্ম পাতার পানি নয়

দিন যাপনের গ্লানি নয়

হে~হে~হা~হা~হা~হে~হে~হা~হা~হা

এঁসঁ আঁইঁ মুঁকুঁলঁ BGF

المزيد من BGF

عرض الجميعlogo

قد يعجبك