huatong
huatong
bilal-khan-megla-dupure-kar-nupure-cover-image

মেঘলা দুপুরে কার নপুরে-Megla Dupure Kar Nupure

Bilal Khanhuatong
꧁☆𝐴+𝑅𝐴𝐾𝐼𝐵☆꧂huatong
الكلمات
التسجيلات
মেঘলা দুপুরে কার নপুরে

মন খুঁজে যায় সুর,

কার অনুভবে খুব নিরবে,

মন নেশায় হয় চুর,

জানিনা সে কেনো এমন,

মরিচিকা ছায়া যেমন,

কেনো আসেনা সে,

আমার আঙিনায়,

একলা একলা দিন যায়,

আজো একলা একলা দিন যায়,

একলা একলা দিন যায়,

আজো একলা একলা দিন যায়,

আনমনা মনে ঝরো শিহরণ

তোলে সে বারে বারে

কখনো এসে স্বপ্ন দুয়ারে,

গোপনে কড়া নাড়ে,

ওহ..আনমনা মনে ঝরো শিহরণ,

তোলে সে বারে বারে,

কখনো এসে স্বপ্ন দুয়ারে,

গোপনে কড়া নাড়ে,

জানিনা সে কেনো এমন,

মরিচিকা ছায়া যেমন,

কেনো আসেনা সে আমার আঙিনায়,

একলা একলা দিন যায়,

আজো একলা একলা দিন যায়,

একলা একলা দিন যায়,

আজো একলা একলা দিন যায়,

ভাবনা জুড়ে মুখ খানি তার

সোনা রোদ হয়ে হাসে,

একটু ছুঁয়ে দিতে তবুও

থাকে না সে পাশে,

ওহ..ভাবনা জুড়ে মুখ খানি তার

সোনা রোদ হয়ে হাসে,

একটু ছুঁয়ে দিতে তবুও,

থাকে না সে পাশে,

জানিনা সে কেনো এমন,

মরিচিকা ছায়া যেমন,

কেনো আসেনা সে আমার আঙিনায়,

একলা একলা দিন যায়,

আজো একলা একলা দিন যায়,

মেঘলা দুপুরে কার নপুরে,

মন খুঁজে যায় সুর

কার অনুভবে খুব নিরবে

মন নেশায় হয় চুর

জানিনা সে কেনো এমন,

মরিচিকা ছায়া যেমন,

কেনো আসেনা সে আমার আঙিনায়,

একলা একলা দিন যায়,

আজো একলা একলা দিন যায়,

একলা একলা দিন যায়

আজো একলা একলা দিন যায়

ধন্যবাদ সবাইকে

المزيد من Bilal Khan

عرض الجميعlogo

قد يعجبك