huatong
huatong
avatar

বন্ধুরে কই পাবো সখি গো।

Bindu Konahuatong
schlingerorihuatong
الكلمات
التسجيلات
বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে...বলো না..

বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা...

বন্ধুরে কই পাবো সখি গো

বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমা.....রে বলো না....

বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা....

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দিলাম... ষোল আনা

প্রাণ পাখি উড়ে যেতে চায়

আর ধৈর্য মানে না

আমার প্রাণ পাখি উড়ে যেতে চায়

আর ধৈর্য মানে না

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

সখি নিভাইলে... নিভে না

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে

উপায়....কি বলো না

হায়গো জল ঢালিলে দ্বিগুণ জ্বলে

উপায় কি বলো না....

বাউল আব্দুল করিম বলে গো

উস্তাদ আব্দুল করিম বলে গো

সখি অন্তরের...বেদনা

সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাঁচিনা

হাইগো সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাঁচিনা...

বন্ধুরে কই পাবো সখি গো

বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমা.....রে বলো না....

বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা

হাইগোবন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা

হাইগোবন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা

হাইগোবন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বুঝেনা

আবার দেখা হবে নতুন কোন গানে

المزيد من Bindu Kona

عرض الجميعlogo

قد يعجبك