huatong
huatong
bonsai-ekta-manush-cover-image

Ekta Manush

Bonsaihuatong
nelsonblashuatong
الكلمات
التسجيلات
মসজিদে, মন্দিরে, গির্জায় এই হৃদয়

এইখানে বসে ঈসা মুসা পেলো সত্যের পরিচয়

ভালো-মন্দ, পাপ-পুণ্য বোঝে না সে দিলে অন্ধ

অন্ধকারে খুঁজে মরে সদা প্রেমের জন্য

ভবে একটা মানুষ পাইলাম না

ভবে একটা মানুষ পাইলাম না

ধরতে গেলে যায় না ধরা

দেখতে দেখা যায় তারে

এমন মানুষ পায় কি খুঁজে বে-মেসাল এই ভবে

এই মানুষে সেই মানুষের স্বাদ পাওয়া যায় না

ভবে একটা মানুষ পাইলাম না

ভবে একটা মানুষ পাইলাম না

এমন আজব দুনিয়া ভাই, কেউ কারো নয়

ভুলে গিয়ে আত্মতত্ত্ব ভুলেছে আজ পরিচয়

অবশেষে পায় না খুঁজে নিজেই নিজের ঠিকানা

ভবে একটা মানুষ পাইলাম না

ভবে একটা মানুষ পাইলাম না

মসজিদে, মন্দিরে, গির্জায় এই হৃদয়

এইখানে বসে ঈসা মুসা পেলো সত্যের পরিচয়

ভালো-মন্দ, পাপ-পুণ্য বোঝে না সে দিলে অন্ধ

অন্ধকারে খুঁজে মরে সদা প্রেমের জন্য

ভবে একটা মানুষ পাইলাম না

ভবে একটা মানুষ পাইলাম না

ভবে একটা মানুষ পাইলাম না

ভবে একটা মানুষ পাইলাম না

المزيد من Bonsai

عرض الجميعlogo

قد يعجبك