huatong
huatong
avatar

Ekhono

By Blackhuatong
Rifat_Sultan_Princehuatong
الكلمات
التسجيلات
আমার এই আঁধার আমার কবিতা

সময়ের পাতায় যা লিখে চলি

ছিল সবই তোমার আছে আজও তোমার

আঁধারের নির্জনতায়।

এই নির্ঘুম রাতে একা আমি

জানালার পাশে দাঁড়িয়ে

চিৎকার করে বলতে চাই তোমায় আমি

ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি

এখনও শুধু তোমায় ভালবাসি।

আমার এই ভোরের আলোয় ছুটে চলা

শুধুই কল্পনায় ছুঁতে চাওয়া

তুমি রাতের আঁধার ঘিরে এলে

তুমি আমার ভোরের আলোয় পাওয়া,

অন্তহীন এ পথে

এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে

লাল আকাশে চির ধরিয়ে

চিৎকার করে বলতে চাই তোমায় আমি

ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি

এখনও শুধু তোমায় ভালবাসি।

المزيد من By Black

عرض الجميعlogo

قد يعجبك

Ekhono لـ By Black - الكلمات والمقاطع