বেঁধেছিল যে এই বুকে ঘর
সেই তুলেছে বুকভাঙা ঝড়
(সেই তুলেছে বুকভাঙা ঝড়)
ও, যে আশা ছিল স্বপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর
কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল
কিছু কিছু মানুষের জীবনে (জীবনে)
ভালোবাসা চাওয়াটাই ভুল (ভালোবাসা চাওয়াটাই ভুল)
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভুল (ভালোবাসা চাওয়াটাই ভুল)
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভুল
Yeah, কী ভুল ছিলো আমার, একি দাগা দিলি
প্রেমের গলিতে আমায় ছেঁকা দিলি
ছেড়ে যাবি যদি তুই আগে কেন বললি না?
বুঝতে পারি নাই তোর প্রেমের ছলনা
হারিয়ে গেছে অনেক কিছু, চাই না আর খুঁজিতে
তাইতো এখন চুপ থাকি সবকিছুর মাঝেতে
এক দিনের ভালোবাসা, দুই দিনের break-up
তোগো মতন মাইয়্যার এইটাই তো স্বভাব
প্রেমের গলিতে সত্য প্রেমের অভাব
যেদিন, মাইয়্যা, বুঝবি, আমায় তুই খুঁজবি
খুঁইজা লাভ হবো না, আমি আর রবো না
সুখে থাকিস, ভালো থাকিস, আমি আর দেখবো না
(আমি আর দেখবো না)
চেয়েছি যাকে ভালোবেসে
অন্য কারো হয়ে গেছে সে
(অন্য কারো হয়ে গেছে সে)
ও, হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম
বিনিময়ে তার কাঁটাই পেলাম
কিছু কিছু মানুষের ভাগ্যে
কোনোদিন ফুটেই না ফুল
কিছু কিছু মানুষের জীবনে (জীবনে)
ভালোবাসা চাওয়াটাই ভুল (ভালোবাসা চাওয়াটাই ভুল)
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভুল (ভালোবাসা চাওয়াটাই ভুল)
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভুল