huatong
huatong
avatar

Sraboner megh gulo joro holo Akashe

Different Touchhuatong
mrsschwindhuatong
الكلمات
التسجيلات

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

কবিতার বই সবে খুলেছি

হিমেল হাওয়ায় মন ভিজেছে

জানালার পাশে চাঁপা মাধবী

বাগান বিলাসী হেনা দুলেছে

কবিতার বই সবে খুলেছি

হিমেল হাওয়ায় মন ভিজেছে

জানালার পাশে চাঁপা মাধবী

বাগান বিলাসী হেনা দুলেছে

আজ কেন মন উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি

সিক্ত আকাশ কেঁদে চলেছে

থেমেছে হাঁসের জলকেলী

পথিকের পায়ে হাঁটা থেমেছে

মেঘেদের যুদ্ধ শুনেছি

সিক্ত আকাশ কেঁদে চলেছে

থেমেছে হাঁসের জলকেলী

পথিকের পায়ে হাঁটা থেমেছে

আজ কেন মন উদাসী হয়ে..

দূর অজানায় চায় হারাতে

আজ কেন মন উদাসী হয়ে..

দূর অজানায় চায় হারাতে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

Thanks

المزيد من Different Touch

عرض الجميعlogo

قد يعجبك