huatong
huatong
dilshad-nahar-konaakash-sen--cover-image

দুষ্টু কোকিল

Dilshad Nahar Kona/Akash Senhuatong
sealslakeshiahuatong
الكلمات
التسجيلات
ফাগুন মাসে কাঁচা বাসে..

গুন গুনিয়ে ভ্রমর আসে..

হা,ফাগুন মাসে কাঁচা বাসে

গুন গুনিয়ে ভ্রমর আসে

প্রেমের লাগি বুকটা করে আঃ আঃ উঃ..

দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

মনে বাঁশি বাজে রে কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক কুক কুক কুক কুক কুক

মনে বাঁশি বাজে রে কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না

ভালোবাসার নাম কেন কারো শুধুই ছলনা

হ্যা,চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না

ভালোবাসার নাম কেন কারো শুধুই ছলনা

থাকলে তুমি আসে পাশে

মনে আমার আবেগ আসে

প্রেমের লাগি বুকটা করে আহ আঃ উঃ..

দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক কুক কুক কুক কুক কুক

মনে বাঁশি বাজে রে কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক কুক কুক কুক কুক কুক

মনে বাঁশি বাজে রে কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

নদীর বুকে জল..আমি কি তোর পর..

আকাশ ভরা চাঁন্দের আলোয় বাদবো সুখের ঘর

নদীর বুকে জল.. আমি কি তোর পর..

আকাশ ভরা চাঁন্দের আলোয় বাদবো সুখের ঘর

ধিকি ধিকি জ্বলে আগুন জ্বলের ছিটায় নেবে না

খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না

ধিকি ধিকি জ্বলে আগুন জ্বলের ছিটায় নেবে না

খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না

পথ চেয়ে আছি বসে কখন তুমি আসবে পাশে

প্রেমের লাগি বুকটা করে আহ আঃ উঃ..

দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক কুক কুক কুক কুক কুক

মনে বাঁশি বাজে রে কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

কুক কুক কুক কুক

المزيد من Dilshad Nahar Kona/Akash Sen

عرض الجميعlogo

قد يعجبك