huatong
huatong
الكلمات
التسجيلات
১২ মাসে ১২ ফুল রে

ফুইট্টা থাকে ডালে রে

এই পন্থে আইসে, নাগর

পড়তি সন্ধ্যা কালে রে

দেখিতে সোনার নাগর গো

চান্দের সমান

ফুল ফুটেছে, গন্ধে সারা মন

ফুল ফুটেছে, গন্ধে সারা মন

তুমি আমার কত যে আপন

দেখা না দিলে, বন্ধু, কথা কইয়ো না

দেখা না দিলে, বন্ধু, কথা কইয়ো না

১২ মাসের ১২ ফুল রে

ফুইট্টা থাকে ডালে রে

এই পন্থে আইসা নাগর

পড়তি সন্ধ্যা কালে

কোন বা দেশে থাকে ভোমরা

কোন বাগানে বসে

কোন বা ফুলের মধু খাইতে

উইড়া উইড়া আসে

দেখিতে সোনার নাগর গো

চান্দের সমান

দেখিতে সোনার নাগর গো

চান্দের সমান

হাউশের পিরিতি করিলাম আমি

প্রেমই জীবন, প্রেমই মরণ, এই তো জানি

পাখি উড়ে গেলে তার ডানাতে কী ভয়?

উড়ে উড়ে যাচ্ছে সবাই

বেদনারই ক্ষয়

দেখা না দিলে, বন্ধু, কথা কইয়ো না

দেখা না দিলে, বন্ধু, কথা কইয়ো না

ফুল ফুটেছে, গন্ধে সারা মন

ফুল ফুটেছে, গন্ধে সারা মন

তুমি আমার কত যে আপন

দেখা না দিলে, বন্ধু, কথা কইয়ো না

দেখা না দিলে, বন্ধু, কথা কইয়ো না

১২ মাসের ১২ ফুল রে

ফুইট্টা থাকে ডালে রে (কথা কইয়ো না)

এই পন্থে আইসা নাগর

পড়তি সন্ধ্যা কালে (কথা কইয়ো না)

কোন বা দেশে থাকে ভোমরা

কোন বাগানে বসে (কথা কইয়ো না)

কোন বা ফুলের মধু খাইতে

উইড়া উইড়া আসে (কথা কইয়ো না)

দেখিতে সোনার নাগর গো (কথা কইয়ো না)

চান্দের সমান

দেখিতে সোনার নাগর গো (কথা কইয়ো না)

চান্দের সমান (কথা কইয়ো না)

المزيد من Emon Chowdhury/Arfan mredha shiblu/aleya begum

عرض الجميعlogo

قد يعجبك