huatong
huatong
encore-srotoshinni-cover-image

Srotoshinni

Encorehuatong
mefasorthuatong
الكلمات
التسجيلات
শ্রাবণ ধারায়

এত চেনা কী খুঁজে পাও

যা আমার মাঝে নেই

এক বিন্দু পরিমাণও?

আমার সরলরেখার চিন্তা ধারায়

আড়াআড়ি করে দাগ কাটো কেন?

নাকি কাঁদিয়ে আমাকে সেই

চোখের জলে ভেজো?

তৃষ্ণার্ত হৃদয়ে শুধু

আমি মরীচিকার মতো

তবে তাই যদি হয়

করি নাকো ভয়

জানি আঁধার রাত

ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম

তুমি সেই লাল গোলাপ

যারে নিরন্তর পাহারা দেয়

এক কাঁটার বাগান

পাহাড় চূড়ায়

বেয়ে আকাশ তো ছুঁতে দেখিনি

স্রোতস্বিনীর হাওয়ায়

পাড়ি দাও সমুদ্দুর

আছড়ে পড়ে সে ঢেউ

আমার বুকে দুরন্ত বেগে

নাকি কাঁদিয়ে আমাকে সেই

চোখের জলে ভেজো?

তৃষ্ণার্ত হৃদয়ে শুধু

আমি মরীচিকার মতো

তবে তাই যদি হয়

করি নাকো ভয়

জানি আঁধার রাত

ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম

তুমি সেই লাল গোলাপ

যারে নিরন্তর পাহারা দেয়

এক কাঁটার বাগান

المزيد من Encore

عرض الجميعlogo

قد يعجبك